শনিবার (৫ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা কালুখালী উপজেলার বড় সাওরাইল গ্রামের বাসিন্দা মোঃ আমির আলী খাঁন(৭০) তিন বিকয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অবসরপ্রাপ্ত) করোনা আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুররণ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার লাশ কালুখালীতে নিয়ে আসা হলে স্বাস্থ্য বিধি মেনে রহমানিয়া ফাউন্ডেশন রাজবাড়ি জেলার টিম গোসল ও দাফন কাফন সম্পন্ন করেন। সার্বিক ভাবে সহযোগীতা করেছেন রাজবাড়ী সিভিল সার্জন ও কালুখালি থানার ইউএনও।
জানাযা করা হয় বাস্তেপুর ঈদগাহ ময়দানে। জানাযাই উপস্থিত ছিলেন, এলাকাবাসী ও মৃত ব্যাক্তির স্বজনেরা ও রহমানিয়া ফাউন্ডেশন রাজবাড়ি জেলা টিমের সদস্যরা। টিম প্রধান হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ, হাফেজ মাওঃ মোঃ বিল্লাল হোসেন, মোঃ মমিন শেক, মাওলানা মোঃ আঃ হাকিম, হাফেজ মাওঃ মোঃ নুরুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ দেলোয়ার হুসাইন, মোঃ আঃ মালেক, মোঃ সানোয়ার। জানাযা শেষে বাস্তেপুর কবরস্থানে দাফন করেন।
পাংশা প্রতিনিধি