পাংশায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৩ আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৭২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

0Shares

গতকাল শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) মিজানুর রহমান পুলিশ সুপার পিপি এম (বার) রাজবাড়ী সার্বিক তত্বাবধানে অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন পাংশা মডেল থানা এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

এস.আই ননী গোপাল সরকার সঙ্গীয় ফোর্সসহ পরোয়ানা ভুক্ত জামাল মন্ডলের ছেলে আসামী জিল্লুর রহমান, পাংশা উপজেলার নাদুরিয়া গ্রাম থেকে, এ.এস.আই মোঃ বদিউজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাইদ প্রামানিকের ছেলে আসামী শাহিন প্রামানিক, পাংশা উপজেলার জোনা গ্রাম থেকে, এএসআই মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পরোয়ানা ভুক্ত মৃত মন্তাজ আলী শেখের ছেলে আসামী মোঃ আব্দুল সাত্তারকে পাংশা উপজেলার আধারকোটা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

৩ জনকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করেন এবং অদ্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পাংশা প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg