গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র বাসভবনে নিরাপত্তারক্ষী হিসেবে আনসার মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)দের নিরাপত্তার স্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলার ঘটনায় সতর্কতা স্বরূপ গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে চারজন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার রাত আটটার দিকে জেলা প্রশাসক দিলশাদ বেগম জানান ইউএনওদের নিরাপত্তাজনিত কারণে রাজবাড়ি জেলার রাজবাড়ী সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলার ইউএনওর বাসভবনে চারজন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এবং রাজবাড়ির বাকি উপজেলাতেও মোতায়েন করা হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে কর্তব্যরত আনসার এর পিসি জামাল রাজবাড়ী টেলিগ্রাফকে বলেন শুক্রবার (৪সেপ্টেম্বর) থেকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার স্বার্থে তার বাসভবনে আমি সহ মোট চারজন আনসার সদস্য কর্মরত আছি এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কর্তব্যরত থাকবো এবং ইউএনও স্যারের বাসভবনকে নিরাপদ রাখবো।
ফিরোজ আহমেদ/গোয়ালন্দ