টানা পাঁচ মাস পর খুলনা-রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট-খুলনার মধ্যে আজ শনিবার (৫ সেপ্টেম্বর ) থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শর্তসাপেক্ষে পর্যায়ক্রমে চালু করা হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। তারই ধারাবাহিকতায় নতুন করে শনিবার (৫ সেপ্টেম্বর) খুলনা-গোয়ালন্দঘাট-খুলনা রুটে নকশিকাঁথা এক্সপ্রেস (মেইল) চালু হয়েছে।
করোনাভাইরাসের কারণে গত ২৪ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী এই ট্রেনটি চলাচল বন্ধ হয়ে ছিলো। পাঁচ মাস পর এই ট্রেনটি চালু হলো আজ।
খুলনা থেকে ট্রেনটি রাত ২ টায় ছেড়ে এসে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে আজ পৌঁছায় সকাল ১০টা ২০ মিনিটে এবং গোয়ালন্দ ঘাট উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল সাড়ে ১০ টায় ।
রাজবাড়ী স্টেশনে যাত্রীর সংখ্যা খুবই কম দেখা যাই। এছাড়া ট্রেনের ভেতরেও যাত্রী সংখ্যা ছিল সীমিত। টিটি সহ যাত্রীদের মুখে মাক্স দেখতে পাওয়া যায়।