হত্যা মামলার প্রধান আসামী উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি হাজী বাবলু গ্রেফতার

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

0Shares

ছাতক উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ওবায়দূর রউফ বাবলু কে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ বাজার হইতে তাকে গ্রেফতার করা হয়। ছাতক সার্কেল এএসপি মোঃ বিল্লাল হোসেন এবং অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এর নেতৃত্বে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম ,এসআই দেলোয়ার হোসেন, এএসআই আবু তালেব ,এএসআই মহিউদ্দিন ও একদল সঙ্গীয় ফোর্সসহ একদল পুলিশ চাঞ্চল্যকর ইয়াকুব আলী হত্যা মামলার প্রধান আসামী আসামী হাজী ওবায়দুর রউফ বাবলু (৪৫) কে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। তিনি ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রাম’র মৃত মাহমুদ আলীর পুত্র।

সুনামগঞ্জ(ছাতক) প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg