শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির উদ্যোগে তরুণ ফুটবলারদের বিগ ম্যাচ খেলার অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষে গোয়ালন্দ ফুটবল একাডেমী বনাম খানখানাপুর দত্ত পাড়া একাদশের মধ্যে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ৭০ মিনিটের খেলায় গোয়ালন্দ ফুটবল একাডেমী ৫-০ গোলের বিশাল ব্যবধানে খানখানাপুর দত্ত পাড়া ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের। আলম,আবদুল্লাহ,মাহফুজ ১ টি করে এবং গোল দুটি করে ইনোস সরেন। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের ইনোস সরেন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সম্মানিত সভাপতি ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রধান কোচ মোঃ সাইদুল ইসলাম আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন,দত্ত পাড়া ফুটবল একাদশের টিম ম্যানেজার মোঃ আলামিন সহ স্থানীয় সোনালী অতীত খেলোয়াড়বৃন্দ।
এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক বলেন আমরা তরুণ খেলোয়াড়দের প্রাকটিসের পাশাপাশি বড় বড় টূর্ণামেন্টে খেলার জন্য এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজন করে থাকি।
ফিরোজ আহমেদ/গোয়ালন্দ