পাংশাতে পদ্মা নদী থেকে জেলের জালে ৭কেজি চিতল
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শাহামীরপুর গ্রামে পদ্মা নদী থেকে ধরা পড়ল ৭ কেজি ওজনের একটি চিতল মাছ। আলাই ফকির নামের এক জেলের জালে মাছটি ধরা পারে।
জেলে আলাই ফকির বলেন, আমি দীর্ঘ ১০ থেকে ১২ দিন হল এই সুবনি জাল তৈরী করেছি। মূলত এই জাল তৈরি করছি ইলিশ মাছ ধরার জন্য। এই ১০ থেকে ১২ দিনের মধ্যে কোনো মাছ পাইনি গতকাল বুধবার দুপুরের পর জাল টানতে ছিলাম, হঠাৎ করে দেখি মাছটি আমার জালে আটকিয়ে আছে। আমি শাহামীরপুর স্থানীয় বাজারের নিয়ে গেলে মাছটির ১৫০০০ টাকা দাম হয়। পরে পাংশা বাজারে নিয়ে বেশি টাকায় বিক্রি করি।
পাংশা প্রতিনিধি