দেশে ফিরেছেন সাকিব, অনুশীলনে ফিরবেন কবে?

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

0Shares

ক্রিকেট যদি হয় কোন রাজ্য তবে সাকিব আল হাসান সেই রাজ্যের রাজপুত্র। ক্রিকেটের রাজপুত্র ক্রিকেট থেকে দূরে ছিলেন প্রায় ১ বছর। ক্রিকেটের রাজপুত্রকে ফের দ্রুত ক্রিকেটে ফেরাতে সবাই যেমন অপেক্ষা করছেন ঠিক তেমনিভাবে সাকিব নিজেও অপেক্ষা করছেন। অবশেষে দেশে ফিরেছেন সাকিব। নিয়ম অনুযায়ী সাকিবের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার কথা। চিকিৎসা শেষে দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন তামিম ইকবালও। তবে সাকিবের ক্ষেত্রে ১৪ দিনের বাধ্যতামুলক কোয়ারেন্টাইনের বাধা আর থাকছে না। যুক্তরাষ্ট থেকে ইতিমধ্যে তিনি কোভিড ১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন। দেশে করাতে হবে আরেক দফা কোভিড টেস্ট। এই টেস্টে নেগেটিভে আসলেই বিকেএসপিতে যোগ দিতে পারবেন সাকিব। সব কিছু ঠিক থাকলে আগামী ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে সাকিবের।
অন্যদিকে সাকিবকে ঘিরে বিকেএসপি কতৃপক্ষও সব ধরণের প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। বিকেএসপিতে কোচ সালাহউদ্দিন ও কোচ নাজমুল আবেদীন ফাহিমের সাথে ফিটনেস ট্রেনিং ও স্কিল সেশনের মাধ্যমে নিষেধাজ্ঞা পর্ব শেষ হওয়ার পর শ্রীলঙ্কা সফরের জন্য নিজেকে প্রস্তুত করবেন সাকিব আল হাসান।
মারুফ হোসেন।। ঢাকা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg