চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি টা অল্পের জন্য হাতছাড়া হয়েছিল। তারপরই ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন ইবিজায়। দলেরই সহ খেলোয়াড়দের সঙ্গে সেখানে পার্টিও করেছিলেন। আর সেটাই এবার হয়তো কাল হয়ে দাড়াল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের জন্য।
ফরাসি ক্রীড়াদৈনিক লে’কিপের এক প্রতিবেদনে জানানো হয়,এখন পর্যন্ত পিএসজির ৩ জন খেলোয়াড় করোণা ভাইরাসটিতে আক্রান্ত। পিএসজি তাদের টুইটারে জানিয়েছে যে, তাদের ক্লাবের তিনজন ফুটবলার করোনায় আক্রান্ত। তবে, লিগ ওয়ান চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট ক্লাবটি করোনায় আক্রান্তদের নাম প্রকাশ করেনি।
নেইমারের সঙ্গে ইবিজারে থাকা পিএসজির অপর দুই ফুটবলার অ্যাঞ্জেলো ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসের করোয়া আক্রান্ত হবার খবরও পাওয়া গেছে।