আজ ০২ সেপ্টেম্বর (বুধবার) জাতীয় কৃষক সমিতি বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের ১৫ দফা দাবিতে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি কমরেড জ্যাতি শংকর ঝন্টু, রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রেজা, কৃষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সালাম, জেলা সদস্য সফিকুল ইসলাম সফিক, সেলিম আহমেদ সম্পাদক যুব মৈত্রী রাজবাড়ী জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা পাটকল রক্ষা, পাট চাষিদের বাঁচাতে ও বানভাসিদের কৃষি পুনর্বাসনসহ কৃষক -খেত মজুরদের বাঁচতে ১৫ দফা দাবি পেশ করেন। মানববন্ধনে কমরেড জ্যাতি শংকর ঝন্টু বলেন পাটকল বন্ধ না করে শ্রমিকদের কাজের সুযোগ করে দিতে হবে। ওয়ার্কার্স পাটির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডঃ রেজাউল করিম রেজা বলেন বন্ধ পাটকেল খুলে দিতে হবে। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে এটা কোনো সমাধান না। রাজবাড়ী জেলার বন্যায় ক্ষতি গ্রস্তসহ সারাদেশের বানভাসিদের পুনর্বাসন করতে হবে।
আসাদুজ্জামান নূর