রাজবাড়ীতে জেলা বিএনপি,র উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির আহব্বায়ক এ্যাড: লিয়াকত আলী সভাপতিত্বে এবং জেলা জাসাসের সভাপতি আব্দুর রউফ হিটু’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, আকমল হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ মজিদ বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কে সবুর শাহিন, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারন সম্পাদক সামছুল আলম খান, সাবেক পৌর যুবদলের সাধারন সম্পাদক খায়রুল জামান খায়রু, জেলা জাসাসের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক খায়রুল আনাম বকুল, সহ-সভাপতি আমিনুর রহমান ঝন্টু প্রমুখ।
সভা শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা শেষ করা হয়।