শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

ভিডিও কনফারেন্সে গোয়ালন্দে ছাত্রলীগের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

0Shares

বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আলোচনা সভা বাংলাদেশের প্রত্যেকটি জেলা-উপজেলায় প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। তারই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রজেক্টরের মাধ্যমে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের দেখার ব্যবস্থা করেন এ সময় ছাত্রলীগের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ ছাত্রলীগ নেতা কর্মীদের শুনতে বলা হয়।

ছাত্রলীগের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন স্বাধীনতার ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস নতুন প্রজন্মের কাছে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রচার করবে। বাংলাদেশ ছাত্রলীগকে পড়াশোনার মাধ্যমে বাংলাদেশের সু-নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। কেন্দ্রীয় ছাত্রলীগ কে বলেন গ্রাম গঞ্জের ছাত্রলীগ নেতাকর্মী তাদের সবাইকে সচেতন করতে হবে এবং ছাত্রলীগের সকল নেতাকর্মীদের কে মাস্ক ব্যবহার করে সংগঠনের কার্যক্রম পরিচালনা করার নির্দেশ প্রদান করেন এবং সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ প্রদান করেন প্রধানমন্ত্রীর ভাষণ শেষে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,জননেত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য সবাইকে বুকে ধারণ করে চলতে হবে এবং ছাত্রলীগের সকল নেতা-কর্মীকে অনুষ্ঠানটি সফল করার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল সাধারন সম্পাদক আকাশ কুমার সাহা কলেজ ছাত্রলীগের সভাপতি বাবু মন্ডল সাধারন সম্পাদক জালাল হুসাইন ও সাংগঠনিক সম্পাদক মিদুল হাসান।

ফিরোজ আহমেদ/ গোয়ালন্দ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg