আজ ৩১ আগস্ট সোমবার রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গতমপুর গ্রামের আহসান(১৫) নামে এক তরুন ১২টার সময় মাছ ধরার উদ্দেশ্যে খাল পার হতে গিয়ে পানির নিচে ডুবে যায়।
পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো: রয়েল আহমেদের নেতৃত্বে কর্মীরা দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উদ্ধার কাজ চালান। অনেক খোঁজাখুঁজির পরও আহসান এর উদ্ধার করতে পারেনি। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় অনেক যুবক উদ্ধার কাজে সাহায্য করে তাদের।
ছেলের নানা আক্কাস আলী বলেন, আমার নাতির জন্মের পর থেকেই আমার বাড়িতে বড় হয়েছে। তার বাবা নেই তার মাকে আমি অন্য জায়গায় বিবাহ দিয়েছি। আজ সকাল ১১ টার দিকে জাল নিয়ে মাছ ধরতে যায় কিন্তু আর ফিরে আসে না। অনেক খোঁজাখুঁজির পরেও এখনো পাওয়া যাই নি।
আলামীন হোসেন শাকির/পাংশা