গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ সংলগ্নে সোমবার( ৩১ আগস্ট) দুপুর ২:৪০ মিনিটের দিকে বাস-প্রাইভেটকার সংঘর্ষ হয়েছে। এতে কোন হতাহত হয়নি। ঢাকা মেট্রো ফ ১২-৯৫৯৫ নাম্বারের প্রবক্স গাড়িটি দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন, ইতিমধ্যে জমিদার ব্রিজে স্পিড ব্রেকার পার হলে পিছন থেকে দৌলতদিয়া গামী শুভ বসুন্ধরা পরিবহন লঞ্চ পারাপার বাস ধাক্কা দেন এবং পিছন থেকে ধাক্কা খাওয়ার পর প্রাইভেটকারটি সামনে থাকা আর একটি বাসের পিছনে ঢুকে যায় এতে করে প্রাইভেট কার এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিছন থেকে ধাক্কা খাওয়ার ফলে পিছনের অংশও দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেট কারের ভিতরে থাকা ৪জন যাত্রী অক্ষত অবস্থায় আছেন।
ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি দল এসে প্রাইভেটকার ও শুভ বসুন্ধরা বাসটি আহলাদিপুর হাইওয়ে থানায় নিয়ে যান।
ফিরোজ আহমেদ/গোয়ালন্দ