২য় টি ২০ তে পাকিস্থানের বিপক্ষে ইংল্যান্ডের জয়

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

0Shares

প্রথম টি ২০ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় টি ২০ তে আবহাওয়া ছিল শান্ত।টস জিতে ইংল্যান্ড বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।
২০ ওভারে পাকিস্থান রান করে ১৯৫।উইকেট হারায় ৪ টি।
এর জবাবে ইংল্যান্ড উনিশ ওভার এক(১৯.১)বলে মাত্র ৫ টি উইকেট হারিয়ে ১৯৯ রান করে জয় ছিনিয়ে নেয়।ক্লিনিকাল ব্যাটিং পারফরম্যান্সের ফলে ইংল্যান্ড সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
৩৩ বলে ৬৬ রানে যার মধ্যে ৪টি ৬ ও ৬ টি ৪ করে প্লেয়ার অফ দ্যা ম্যাচ হন ইয়ন মরগান।

শিহাবুর রহমান তিমন।। ঢাকা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg