রাজবাড়ীতে নতুন করে ৩৭ জন করোনা আক্রান্ত , মোট মৃত্যু ২২জন

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ীতে নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ২৬০১ জন। মৃত্যুবরণ করেছেন ২২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫৬১ জন। হোম আইসোলেশনে আছে ৯৩০ জন। হাসপাতালে ভর্তি আছে ৩৩ জন ।

রবিবার সিভিল সার্জন অফিস তথ্য সূত্রে জানা গেছে ২৭/৮/২০২০ তারিখে ১০৩ টি স্যাম্পল পাঠানো হয় এর মধ্যে পজিটিভ আসে ৩৭ টি এবং নেগেটিভ ৬৬ টি। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৫৪ টি স্যাম্পলের ২০ জন পজিটিভ, পাংশা উপজেলার ২৫ টি স্যাম্পলে ৮ জন পজিটিভ, কালুখালী উপজেলার ৯ টি স্যাম্পলে ৫ জন পজিটিভ এবং বালিয়াকান্দি উপজেলার ১৫ টি স্যাম্পলে ৪ জন পজিটিভ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg