সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবার সরকারের কাছে তার স্থায়ী মুক্তির আবেদন জানিয়েছে।
এ সংক্রান্ত আবেদনপত্র গত মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষে আবেদনপত্রে স্বাক্ষর করেছেন খালেদা জিয়ার ভাই শামীম ইসকান্দার।
উল্লেখ্য, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মার্চে খালেদা জিয়ার দন্ডাদেশ ৬ মাসের জন্য স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেয়া হয়।
দীর্ঘ ২৫ মাস সাজা ভোগের পর গত ২৫ মার্চ মুক্তি পেয়ে গুলশানের ভাড়া বাড়ি ফিরোজায় ফেরেন বিএনপি নেত্রী। এরপর থেকে তিনি সেখানেই আছেন।