শিরোনাম
দলীয় প্রতীক নিয়ে ইউপি নির্বাচনে দুইবার ভরাডুবি, এবার প্রার্থী হয়েছেন উপজেলায় গোয়ালন্দে হেরোইনসহ মাদক কারবারি আটক গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গোয়ালন্দে সঞ্চারণ সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃষককে অফিস থেকে বের করে দেওয়া সেই দুই কর্মকর্তাকে বদলি কখনো ম্যাজিস্ট্রেট, কখনো মেজর পরিচয়ে প্রতারণা করতেন মুক্তা পারভিন প্রেম করে বিয়ে, স্বামীর হাতেই মৃত্যু  ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫ টি ফেরি ও ২২ টি লঞ্চ চলাচল করবে

বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে রাজবাড়ী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২০

0Shares

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব পরবর্তী কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থা বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রশাসন ও জেলাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করে ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে রাজবাড়ী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে ১৯ জুন রবিরার দিনব্যাপী তিনটি কর্মসূচি পালন করে।

কর্মসূচির মধ্যে সকালে রাজবাড়ী প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন কর্মসূচি, জেলাপ্রশাসক এর নিকট স্মারকলিপি প্রদান, ও রাজবাড়ী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচি পালন করার সময়, জেলার পাঁচটি উপজেলার দুইশতাধীক কিন্ডারগার্টেন এর সহস্রাধীক শিক্ষক-শিক্ষিকা তাঁদের দাবী তুলে ধরেন। মানববন্ধন চলাকালীন সময়ে রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আ. জব্বার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইমদাদুল হক বিশ্বাস তাদের দাবীর সাথে একাত্বতা ঘোষণা করেন।
মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এছাড়াও তারা দুপুর সাড়েবারোটায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন।
সাংবাদিক সম্মেলনে শিক্ষকদের সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ সহায়তা, নিবন্ধন প্রকৃয়া সম্পন্ন, ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান, শিক্ষদের সরকারি রেশন কার্ড ও প্রশিক্ষণ ব্যবস্থা সহ নানা দাবীর কথা তুলে ধরা হয়।

এসময় জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজিউল্লাহ মন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম টিপু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. কাউসারুল আলম, রাজবাড়ী প্রি-ক্যাডেট এর অধ্যক্ষ সুশান্ত কুমার রায়, পাংশা সভাপতি নাজমুস সাকিব মেহেদী সহ শিক্ষক নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে তারা বলেন, মহামারী করোনার কারণে দীর্ঘদিন কিন্ডারগার্টেন গুলো বন্ধ থাকায় চরম বিপর্যয়ের মধ্যে নিদারুণ অভাব অনটনের মাঝে তারা দিনযাপন করছেন। শিক্ষক-কর্মচারীদেরকে দুঃসময়ে মানবিক বিবেচনায় সমাজের সর্বস্তরের জনগণকে সার্বিক সহযোগিতা প্রদানের উদাত্ত আহ্বান জানানো হয়।

উল্লেখ থাকে যে রাজবাড়ী জেলার ৫ টি উপজেলায় ২০৭ টি কিন্ডারগার্টেনে ১৭৮৯ জন শিক্ষক-শিক্ষিকা প্রায় ২৩ হাজার শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে যাচ্ছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg