আজ শুক্রবার ২৮ আগস্ট ২০২০ কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসস্ট্যান্ডের পাশে পল্লী বিদ্যুতের সাব-গ্রিড স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়।
আজ সকাল ১১ টার দিকে কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী একটি লোকাল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পাংশা পল্লী বিদ্যুতের সাব-গ্রিড স্টেশনে সামনে খাদে উল্টে পড়ে এতে নারী-পুরুষসহ ১৫ জন যাত্রী আহত হয়।
খবর পেয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো: রয়েল আহমেদের নেতৃত্বে কর্মীরা দুর্ঘটনা কবলিত বাস থেকে আহতদের উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে যান।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও বিপুল চন্দ্র দাস, ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: জিয়াউল হোসেন আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন
পাংশা প্রতিনিধি।।
আলামিন হোসেন শাকির