ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের হিসাব সহকারী জাল স্টাম্প, কোর্ট ফি সহ গ্রেফতার

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

0Shares

ঢাকা ট্যাক্সেস বারের হিসাব সহকারী আলফাজ জাল কোর্ট ফি বিক্রি করার সময় আনুমানিক ২,২৫,২০০ টাকার জাল স্টাম্প সহ হাতে নাতে ধরা পরেন।

গত ২৭ আগস্ট রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টিম ট্যাক্সেস বারের হিসাব সহকারী আলফাজ এর জাল কোর্ট ফি বিক্রি করার সময় হাতে নাতে ধরে ফেলেন। তার কাছ থেকে রক্ষিত আনুমানিক ২,২৫,২০০ টাকার জাল স্টাম্প উদ্ধার করা হয়।

এর প্রেক্ষিতে ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন তাকে সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট থানা রমনা মডেল থানায় সোপার্দ করা হয়।
এরপর গত কাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযানে নামে এবং তার স্বীকারোক্তিতে তার সহযোগী দেওয়ান মাসুদ রানাকে যাত্রাবাড়ি থানাধীন ৪ নং বিবির বাগিচাস্থ ৭৬/১ নং বাসা হতে সর্বমোট ৪,৭৪,৮০,৯২০ টাকার জাল স্টাম্প,ডলার, কোর্ট ফি এবং উহা তৈরীর সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়।

বার এসোসিয়েশন কতৃপক্ষ সঠিক তদন্তের মাধ্যমে এর সাথে আরো যারা যারা জরিত তাদের কে আইনের আওতায় আনা দাবী জানান।

মিঠুন গোস্বামী

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg