বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর, পাংশা ও বালিয়াকান্দি উপজেলাসহ দেশের ১৮ জেলায় ৩১টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দুটি পাওয়ার প্লান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন, ৬টি নতুন সঞ্চালন লাইনও উদ্বোধন করেছেন তিনি।
রাজবাড়ী জেলা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলার জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো-এর নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান, সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিগণ প্রমুখ।
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার মন্ত্রণালয়ের কার্যালয় থেকে অনুষ্ঠানে যুক্ত হন। মন্ত্রণালয়ের সচিব এবং ২৭টি জেলার জনপ্রতিনিধিরাও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।