করোনার মধ্যে কওমি মাদ্রাসা বাদে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও এক মাস বাড়িয়েছে সরকার, এই সময়ে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে দেশের সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ছুটি শেষে ক্লাস ও পরীক্ষা শুরু হবে কি না তা এখনো নিশ্চিত করা হয়নি।
এরআগে গত ২৯ জুলাই করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত জানায় সরকার। এর আগে সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় ১৮ মার্চ থেকে দফায় দফায় ছুটি বাড়িয়ে ৬ আগস্ট পর্যন্ত করা হয়।