দেশের ২৩৪ পৌরসভার ভোট অনুষ্ঠিত হতে পারে আগামী ডিসেম্বরেই। নির্বাচন কমিশন(ইসি) ডিসেম্বরকে মাথায় রেখেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে ইসি সচিবালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা যায়, ওই সভায় পৌরসভা নির্বাচনের বিষয়টি এজেন্ডাভুক্ত না হলেও বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং পৌরসভাগুলো নির্বাচনের সময় হওয়ায় নভেম্বর-ডিসেম্বরে সাধারণ নির্বাচন আয়োজনে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১০ আগস্টের কমিশন সভায়ও একই ধরনের সিদ্ধান্ত হয়।
নির্বাচন কমিশন দেশের ২৩৪ টি পৌরসভায় ভোট গ্রহণের চিন্তা করেছে। তবে এই সংখ্যা কম বা বেশিও হতে পারে। ২৩৪ টি পৌরসভার ভেতর রাজবাড়ী জেলার তিনটি পৌরসভা (রাজবাড়ী সদর,পাংশা, গোয়ালন্দ) তে ডিসেম্বরে ভোট অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।