রাজবাড়ীতে নতুন করে ৩৫ জন করোনা আক্রান্ত , মোট মৃত্যু ২০ জন

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ীতে নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ২৪৪৯ জন। মৃত্যুবরণ করেছেন ২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪৫৮ জন। হোম আইসোলেশনে আছে ৮৯৪ জন। হাসপাতালে ভর্তি আছে ৪২ জন ।

বুধবার রাতে সিভিল সার্জন নূরুল ইসলাম তথ্য সূত্রে জানা গেছে ২৩/৮/২০২০ তারিখে ১২৯ টি স্যাম্পল পাঠানো হয় এর মধ্যে পজিটিভ আসে ৩৫ টি এবং নেগেটিভ ৯৪ টি। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৫৬ টি স্যাম্পলের ১৬ জন পজিটিভ, পাংশা উপজেলার ২৬ টি স্যাম্পলে ৭ জন পজিটিভ, গোয়ালন্দ উপজেলার ৬ টি স্যাম্পলে ২ জন পজিটিভ, বালিয়াকান্দি উপজেলার ২৬ টি স্যাম্পলে ৫ জন পজিটিভ এবং কালুখালী উপজেলার ১৫ টি স্যাম্পলে ৫ জন পজিটিভ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg