রাজবাড়ির দৌলতদিয়া ও মানিকগঞ্জ পাটুরিয়ার মাঝামাঝি স্থানে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দুইজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শরীফ (৩২) নামে একজন নিখোঁজ রয়েছেন।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী কর্মকর্তা দেওয়ান সোহেল রানা জানান, বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে শরীফসহ মোট তিনজন পদ্মায় মাছ ধরছিলেন। পরে ঝড়ো বাতাসে তাদের নৌকা ডুবে গেলে শরীফ নিখোঁজ হন। অপর দুজন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। তাদের পরিচয় জানা যায়নি। তবে তারা রাজবাড়ীর দৌলতদিয়া এলাকার বাসিন্দা বলে ধারণা করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গেলেও সেখানে কিছু পাওয়া যায়নি।