এক সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে কাঁচা মরিচ, আলু, ডিম, ও সবজির দাম। বন্যার প্রভাব এবং সরবরাহে ঘাটতি থাকায় দাম বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজবাড়ী সদরের বড় বাজার ঘুরে জানা গেছে, প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০টাকায়। তিনদিন আগেও যা বিক্রি হয়েছে ১৬০-১৮০ টাকা কেজি দরে। ৩২ টাকা কেজির আলু বিক্রি হচ্ছে ৩৪-৩৫ টাকায়। সবজির দামও চড়া।
প্রতি কেজি পটল, বেগুন ও ঢেঁড়স ৫০ টাকা, কাকরোল ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, শশা ২৫ টাকা, কচুর মুখি ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও করলা বা উচ্ছে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এছাড়া পেঁপে ২৫ টাকা, মূলা, ঝিঙ্গা ও ধুন্দল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, লাউ প্রতি পিচ ৫০-৬০ টাকা, চাল কুমড়া প্রতি পিচ কমবেশি ৩০-৪০ টাকা এবং কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ২০-২৪ টাকা দরে। আদা ১৬০ টাকা, পেঁয়াজ ৩৬-৪০ টাকা, রসুন ৯০ টাকা।
প্রতি কেজি ব্রয়লার মুরগী ১১০-১১৫ টাকা, সোনালী মুরগী ২৩০-২৪০টাকা , লেয়ার মুরগী ২৪০-২৫০ টাকা।
প্রতি হালি লাল ডিম (ফ্রাম) ৩৫-৩৬ টাকা, দেশি হাঁস ও মুরগীর ডিম ৫০ টাকা, সোনালী মুরগীর ডিম ৪০-৪২ টাকা, কোঁয়েলের ডিম ৮ টাকা।
তেল, চিনির দাম স্থিতিশীল রয়েছে। আগের দামেই বিক্রি হচ্ছে লবণ ও ডাল। তবে কেজিতে ১-৩ টাকা বেড়েছে চালের দাম।