যার আপন জন মৃত্যুবরণ করে, সেই শুধু বোঝে মৃত্যু কত কষ্টের -ওসি শাহাদাত

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৮৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নবাগত ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন করোনা সম্পর্কে একটি মতবিনিময় সভায় বলেন যার আপন জন মৃত্যুবরণ করে সেই শুধু বোঝে মৃত্যু কত কষ্টের।

তিনি আরো বলেন, করোনা নামক ভাইরাসটি আসার কারণে পৃথিবীর সব দেশেই লকডাউন, তার সাথে আমাদের বাংলাদেশেও লকডাউন। আমরা লকডাউন এর জন্য মানুষের উপর আমাদের দায়িত্ব অনেক সময় অনেক চড়াও হয় এবং অনেকের অনেক ধরনের চড়াও কথা বলি। আসলে আমরা কথাগুলো বলি কেন? আমরা মানুষের ভালোর জন্যই কথাগুলো বলি কিন্তু অনেকেই এই কথাগুলো খারাপ ভাবে নেয়, আমরা যদি নিজে সুস্থ থাকি আমার নিজেদের পরিবারকে সুস্থ রাখি তাহলে আমরা বাঁচবো এবং আমাদের পরিবারের লোকজন বাঁচবে। কিন্তু আমরা অনেক বোঝানোর পরও মানুষ তেমন বুঝতে চায় না। আসলেও যখন কারো করোনাভাইরাস হয় শুধু সেই ব্যক্তিই জানে তার কত কষ্ট এবং তার পরিবারের সবাইকে কত রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। আর যদি কোনো কারণে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার আপনজনরাই জানে আপনজন হারানোর কত বেদনা। তাই আসুন আমরা সরকারের দেয়া আদেশ নির্দেশ মেনে চলি ঘরে থাকি সুস্থ থাকি।

আলামীন হোসেন শাকির/ পাংশা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg