বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক (সাবেক), গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ নিজাম উদ্দিন শেখ রাজবাড়ীর কোর্টে একটি মামলায় সোমবার ( ২৪ আগস্ট) হাজিরা দিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
মামলাসূত্রে জানা যায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় এলাকায় বিগত ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর বিকেলে নাশকতার চেষ্টা, ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের গাড়ি ভাংচুরের মামলায়
তিনি রাজবাড়ীর ২নং আমলী আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হাসান খায়রুল্লাহ তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।