নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলার জনপ্রিয় ফেসবুক পেইজ রাজবাড়ী সার্কেলের আয়োজনে বিশেষ লাইভ শো ‘আড্ডা উইথ পান্থ আফজাল’-এ এবারের অতিথি ডাঃ এজাজ।
১৯ জুলাই (রবিবার) রাত ১০টায় পান্থ আফজালের সঞ্চালনায় নন্দিত এই সাহিত্যিকের কর্মময় জীবনের স্মৃতি ও বিভিন্ন অজানা কথা তুলে ধরবেন তিনি।
‘আড্ডা উইথ পান্থ আফজাল’ লাইভ শোতে এর আগে অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় তারকা সজল, বাঁধন, ইমন, বাঁধন সরকার পূজা, কাজী শুভ, পূজা চেরী, জয় শাহরিয়ার, শতাব্দী ওয়াদুদ, জাকিয়া বারী মম, নওশাবা, এবিএম সুমন, অন্তু করিম, মোনালিসা, সাদাত হোসাইন, চঞ্চল চৌধুরী, টনি ডায়েস, ফাহমিদা নবী, বিবি রাসেলসহ অনেকে।
অনুষ্ঠানটির উপস্থাপক পান্থ আফজাল জানান, ‘এই লাইভ শো’র মাধ্যমে সংগৃহীত সমস্ত অর্থ রাজবাড়ী সার্কেল ফাউন্ডেশনের মাধ্যমে পৌঁছে যাবে অস্বচ্ছল ও অসহায় পরিবারের কাছে।