রাজবাড়ীতে নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ২৩৫১ জন। মৃত্যুবরণ করেছেন ২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩১৬ জন। হোম আইসোলেশনে আছে ৯৫২ জন। হাসপাতালে ভর্তি আছে ৩৪ জন ।
রবিবার সিভিল সার্জন নূরুল ইসলাম তথ্য সূত্রে জানা গেছে ২০/৮/২০২০ তারিখে ১২১ টি স্যাম্পল পাঠানো হয় এর মধ্যে পজিটিভ আসে ৩১ টি এবং নেগেটিভ ৯০টি। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৬১ টি স্যাম্পলের ১৫ জন পজিটিভ, পাংশা উপজেলার ১৮ টি স্যাম্পলে ৬ জন পজিটিভ, বালিয়াকান্দি উপজেলার ২৬ টি স্যাম্পলে ৮ জন পজিটিভ,কালুখালী উপজেলার ৫ টি স্যাম্পলে ১ জন পজিটিভ এবং গোয়ালন্দ উপজেলার ১১ টি স্যাম্পলে ১ জন পজিটিভ।