কোভিড ১৯ এর পর প্রথমবারের মতো মাঠে দেখা যাবে টাইগারদের,তবে দেশে নয় শ্রীলংকার মাটিতে আগামী ২৪শে অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে শ্রীলংকা বনাম বাংলাদেশের ৩ ম্যাচের টেস্ট সিরিজ।সিরিজ শুরুর ১ মাস আগেই
আবাসিক ক্যাম্পের পরিকল্পনা করছেন বি সি বি। লংকার মাটিতে পা রাখার আগে টাইগারদের তিন ধাপের করোনভাইরাস পরীক্ষা করাবে বি সি বি,কোভিড পরীক্ষা করতে ১৮ সেপ্টেম্বর সবার [ক্রিকেটারদের] বাড়িতে যাবে মেডিকেল ইউনিট যার ফলাফল মিলবে ২০ থেকে ২১ তারিকের মধ্যেই।বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান আকরাম খান সোমবার সাংবাদিকদের বলেন,” আমরা ২০ শে সেপ্টেম্বর থেকে একটি হোটেলে উঠে ২১ শে সেপ্টেম্বর অনুশীলন শুরু করার পরিকল্পনা করছি এবং শ্রীলঙ্কা যাওয়ার আগে কিছু দিন প্রশিক্ষণ নেওয়ার আশা করছি।” আবার শ্রীলংকায় গিয়েও খেলোয়াড়দের করাতে হবে কোভিড ১৯ টেস্ট,সাথে থাকছে ১৪ দিনের কোয়ারেন্টিন।তবে সময়সীমা শিথিল করে ১৪ দিন থেকে কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে।তবে টেস্ট স্কোয়াডে খুবএকটা পরিবর্তন না থাকলেও থাকবে অনেক অতিরিক্ত খেলোয়াড়,ধারণা করা হচ্ছে ২০ কিংবা ২২ জনের স্কোয়াড নিয়ে শ্রীলংকায় যাবে টাইগাররা কারণটাও কোভিড ১৯,দলের সেরা একাদশ বেছে নিতেও এটি সাহায্য করবে।
অন্যদিকে এক বছরের নির্বাসনের পর মাঠে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।শ্রীলংকায় ২য় টেস্ট থেকে দলে যোগ দিতে পারবেন তিনি।তবে প্রশ্ন একটাই এক বছরের নির্বাসনের পর সকলের সাথে তাল মিলিয়ে উঠতে পারবেনতো তিনি?এর উত্তরে নিজেই সেপ্টেম্বরের শুরুতে দেশে ফিরে নিজে থেকে শুরু করবেন ফিটনেস ট্রেনিং ঠিক যেমনটা করেছিল বিশ্বকাপে।তবে এবার ভারতে নয় প্রিয় বিকেএসপিতে শুরু করবেন অনুশীলন থাকবেন গুরু সালাওদ্দিন এছারা তার অনন্যা বিষয়গুলো দেখার জন্য থাকবে ফিজিও।এবিষয়ে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন অনুশীলনের বাইরে থাকলেও সবার থেকে এগিয়ে থাকবে সাকিব।
ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছেন তামিম,মুস্ফিক,মাহমুদুল্লাহ-রা।পারছেন না লংকানদের মতো দলীয়ভাবে অনুশীলন করতে,তবে চেষ্টার কমতি নেই।সপ্ন একটাই লংকানদের হারিয়ে নতুন শুরুটা যাতে ভাল ভাবে হয়।শেষমেশ খেলার মাঠে কি হবে তা সময়ই বলে দিবে।
শিহাবুর রহমান তিমন।। ঢাকা