আজ ২১ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর সোনাকান্দর ঘাট সংলগ্নে সোনাকান্দর জামে মসজিদ ফারুক হক এর স্মরণে শুভ উদ্বোধন করা হয়। মসজিদ নির্মাণে অর্থাদাতা আল-ইমরান ফাউন্ডেশন এবং সার্বিক তত্বাবধানে: গোলাম হাসনাইন সোহেল, পিতা: গোলাম কাদের, সার্বিক সহযোগীতায় ছিলেন মসজিদ কমিটি।
সোনাকান্দর জামে মসজিদটি স্থাপিত হয় ৫ নভেম্বর ১৯৬৯ সালে এবং ২৪ ফেব্রুয়ারি ২০২০ পুন: নির্মাণ কাজ শুরু করা হয়। কাজ শেষে আজ উদ্বোধন করা হয়।
উদ্ভোধনে বক্তব্য প্রদান করেন, আতিয়ার রহমান চেয়ারম্যান মিজাপুর ইউনিয়ন, গাজী আহসান হাবীব প্রধান শিক্ষক আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়,আলমগীর শেখ তিতু ওয়ার্ড কাউন্সিলর,গাজী সাফায়েত হোসেন সাচ্চু মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, আব্দুল আজিজ কাদেরী, জাকির হোসেন রাজবাড়ী কাপড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ,জিলাল সর্দার এবং সর্বশেষ গোলাম কাদের বক্তব্য দিয়ে মসজিদ কমিটির কাছে মসজিদের চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মজনু মন্ডল,মনি ফকির, জালাল শেখ, রব্বানী মন্ডল, প্লাবন ইউপি মেম্বার , গাজী নিয়ামত হোসেন, বাবলু গাজী, মাসুদ, গাজী আকাশ, মিলন, রানা, প্রমুখ।
বক্তব্য শেষে দোয়া মাহফিল এবং তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত করা হয় অনুষ্ঠানটি ।
সুজন বিষ্ণু।। রাজবাড়ী