রাজবাড়ীতে নতুন করে ৫৯ জন করোনা আক্রান্ত , মোট মৃত্যু ১৮ জন

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ীতে নতুন করে ৫৯ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ২২৯২ জন। মৃত্যুবরণ করেছেন ১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২৬২ জন। হোম আইসোলেশনে আছে ৯২৮ জন। হাসপাতালে ভর্তি আছে ২৭ জন ।

শুক্রবার সিভিল সার্জন নূরুল ইসলাম তথ্য সূত্রে জানা গেছে ১৮/৮/২০২০ তারিখে ১১৫ টি স্যাম্পল পাঠানো হয় এর মধ্যে পজিটিভ আসে ৫৯ টি এবং নেগেটিভ ৫৬ টি। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৫৪ টি স্যাম্পলের ২৮ জন পজিটিভ, পাংশা উপজেলার ২৪ টি স্যাম্পলে ১২ জন পজিটিভ, কালুখালী উপজেলার ৬ টি স্যাম্পলে ১ জন পজিটিভ, বালিয়াকান্দি উপজেলার ১৮ টি স্যাম্পলে ১৩ জন পজিটিভ এবং গোয়ালন্দ উপজেলার ১৩ টি স্যাম্পলে ৫ জন পজিটিভ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg