রাজবাড়ী জেলার বিখ্যাত মিষ্টির দোকান ‘নির্মল মিষ্টান্ন ভান্ডার’ এর প্রতিষ্ঠাতা নির্ম্মল সাহা(ভাদু ) গতকাল রাত ৯.৩০ টায় ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে বার্ধক্য জনিত কারণে পরলোক গমন করেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।
আজ সকাল ১১:২০ মিনিটে তার দেহ নিজ প্রতিষ্ঠানে(দোকান) নিয়ে আসলে তখন পান বাজার ব্যবসায়ী কমিটি তার স্বর্গীয় আত্নার শান্তি কামনায় ফুলেল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময়ে পান ব্যাবসায়ী কমিটি সহ সকল দোকানীরা উপস্থিত ছিলেন।তাঁর বিদেহী আত্নার শান্তি কামনায় সকলেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।