২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে কাজী ইরাদত আলী বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে আওয়ামী লীগকে ধ্বংস করতে একুশে আগস্ট যারা গ্রেনেড হামলা করে, তাদের তিনি তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি আরো বলেন যারা এখনো পালিয়ে বেড়াচ্ছেন তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব নজরুল ইসলাম মন্ডল বলেন ২১ আগস্ট গ্রেনেড হামলা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন।
ফিরোজ/গোয়ালন্দ