কালুখালীর বেকারী ব্যবসায়ী রবিউল বিশ্বাস হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে বুধবার বিকেলে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিকেল পাঁচটায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত রবিউলের বৃদ্ধ মা ফুলজান বেগম বলেন, “যারা আমার বুক খালি করেছে আমি তাগের বিচার চাই”। এছাড়া সংগঠনের জেলা সভাপতি আল আমিন বিশ্বাস নয়ন, সাধারণ সম্পাদক কৌশিক কুমার, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক খোকন হোসেন, বাহারুল ইসলাম, নিহতের ভাই ও হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী আক্তার বিশ্বাস, বোন ও ইউপি সদস্য আমেনা বেগম প্রমুখ বক্তৃতা করেন।
উল্লেখ্য, গত ১৫ আগষ্ট রাতে বেকারী ব্যবসায়ী রবিউল ইসলাম বিশ্বাস (৩৫) কে তার বাড়ীর অদুরে একটি বিলের পানির মধ্যে চুবিয়ে হত্যা করে দূবৃত্তরা। এ ঘটনার নিহতের স্ত্রী মোছাঃ সাবানা আক্তার বাদী হয়ে ৫ জনকে চিহ্নিত করে কালুখালী থানায় এ হত্যা মামলা দায়ের করে। পুলিশ এজাহার ভুক্ত রাকিব মন্ডল, সন্দেহজনক আসামী মাঝবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য ও মোহনপুর গ্রামের বাসিন্দা ইউসুফ হোসেনের দুই জন ছেলে কে গ্রেপ্তার করেছে। অপরদিকে, রবিউল হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী জেলার কালুখালী থানার এসআই ফজলুল হকসহ কয়েকজন পুলিশ সদস্যকে আটকে রেখে মারপিট করার ঘটনায় কালুখালী থানার এসআই সোহাগ সাহা বাদী হয়ে ২৯০ থেকে ৩০০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন।