রাজবাড়ীতে নতুন করে ১৩৮ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ২১৮৭ জন। মৃত্যুবরণ করেছেন ১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৯৫ জন। হোম আইসোলেশনে আছে ৮০৫ জন। হাসপাতালে ভর্তি আছে ৩০জন ।
বুধবার সিভিল সার্জন নূরুল ইসলাম তথ্য সূত্রে জানা গেছে ১৬/৮/২০২০ তারিখে ২৪১ টি স্যাম্পল পাঠানো হয় এর মধ্যে পজিটিভ আসে ১৩৮ টি এবং নেগেটিভ ১০৩টি। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ১১৩ টি স্যাম্পলের ৬১ জন পজিটিভ, পাংশা উপজেলার ৩০ টি স্যাম্পলে ১৯ জন পজিটিভ, কালুখালী উপজেলার ১৮ টি স্যাম্পলে ১১ জন পজিটিভ, গোয়ালন্দ উপজেলার ২৪ টি স্যাম্পলে ১৩ জন পজিটিভ এবং বালিয়াকান্দি উপজেলার ৫৬ টি স্যাম্পলে ৩৪ টি পজিটিভ।