রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মোল্লার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আজ বুধবার সকালে তার জানাযা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৩০ মিনিটে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম ও বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম, জেলা ও থানা পুলিশের দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা, রাজবাড়ি জেলা বালিয়াকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সভাপতি ,বালিয়াকান্দি থানার এস,আই নূর মোহাম্মদ, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর সালামসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর ১ মিনিট নিরবতা পালন করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মিঠুন গোস্বামী/বালিয়াকান্দি