জুলফিকার আলী।।
রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিল্লুর হাকিম এর জৈষ্ঠ্য পুত্র,জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী- আশিক মাহমুদ মিতুল করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার বিকালে রাজবাড়ীর স্বাস্থ্যদপ্তর থেকে মিতুল হাকিমের করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে তিনি নিজ বাসায় হোম আইসোলেশন এ রয়েছেন।
আশিক মাহমুদ মিতুলের করোনা আক্রান্ত হবার খবরে পাংশা,কালুখালী ও বালিয়াকান্দির সর্বস্তরের জনগণ এবং জেলা-উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শঙ্কা প্রকাশ করে তার দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য আশিক মাহমুদ মিতুল করোনাকালীন পাঁচ মাসে পাংশা, কালুখালী এবং বালিয়াকান্দির দুস্থ মানুষের পাশে থেকে তাদের খাদ্যদ্রব্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করেন।
আশিক মাহমুদ মিতুলের দ্রুত আরোগ্য লাভের জন্য কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করেছেন।