রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি ১৩ আগস্ট জেলা সদর হাসপাতালে নমুনা জমা দিয়েছিলেন। গত ১৬ আগস্ট তার রিপোর্টই ‘পজিটিভ’ এসেছে।
ফকীর আব্দুল জব্বারের ব্যাক্তিগত সহকারী জানান, উপসর্গ থাকায় গত ১৩ আগস্ট রাজবাড়ী সদর হাসপাতালে করোনা নমুনা দেন। গত ১৬ আগস্ট তার রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি রাজবাড়ী নিজ বাসাতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি “রাজবাড়ী টেলিগ্রাফ” ও রাজবাড়ী জেলাবাসী সহ দলীয় নেতা-কর্মীদের এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।