নতুন করে রাজবাড়ীতে তিনটি গেজ স্টেশনে পদ্মার পানি আবার বৃদ্ধি

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ী জেলার তিনটি গেজ স্টেশন দৌলতদিয়া গেজ স্টেশন, মহেন্দ্রপুর গেজ স্টেশন, সেনগ্রাম গেজ স্টেশনে পদ্মার পানি নতুন করে আবার বৃদ্ধি পেয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মোঃ রনি রাজবাড়ী টেলিগ্রাফ কে বলেন, রাজবাড়ী দৌলতদিয়া গেজ স্টেশনে(গোয়ালন্দ উপজেলা) গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং ১৩ সেন্টিমিটার বিপদসীমার উপর প্রবাহিত হয়েছে। মহেন্দ্রপুর গেজ স্টেশনে(রাজবাড়ী সদর) পয়েন্টে ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং ৪২ সেন্টিমিটার বিপদসীমার নীচে । সেনগ্রাম গেজ স্টেশন( পাংশা উপজেলা) ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং ১২ সেন্টিমিটার বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি পাওয়ার কারণে আবার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দেখা দিয়েছে খাদ্য সংকট। সরকারি এবং বেসরকারিভাবে ত্রাণ-সামগ্রী বিতরণ অব্যাহত থাকলেও তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg