করোনায় আক্রান্ত হয়েছেন রাজবাড়ীর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃএম.এ খালেক।
শারীরিক অসুস্থ (ঠান্ডা কাশি ও জ্বর) থাকার পর গত বৃহস্পতিবার ১৪/০৮/২০২০ তারিখ তিনি করোনা ভাইরাস পরীক্ষার নমুনা দেন। গতকাল ১৬/০৮/২০২০ তারিখে তার রিপোর্টে আসে করোনা পজেটিভ। এই বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে এম এ খালেদ পাভেল। উল্লেখ্য তিনি দীর্ঘদিন ডায়বেটিস সহজ নানা রোগে ভুগছেন। বর্তমানে তিনি নিজ বাসায় হোম আইসোলিউসনে অনেকটা সুস্থ আছেন।
রাজবাড়ী টেলিগ্রাফের সহ সম্পাদক মো: জহুরুল ইসলাম (হালিম) এম এ খালেদ পাভেলের সাথে ফোনযোগে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি “রাজবাড়ী টেলিগ্রাফ” ও রাজবাড়ী জেলাবাসী সহ দলীয় নেতা-কর্মীদের এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।