ভারতের সাবেক অধিনায়ক এবং দুইবারের বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিং ধোনি গত শনিবার ১৫ আগস্ট একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন। তাঁর পোষ্টটি ছিল “Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired”
তাঁর অবসরে ফেইসবুক পোষ্টে প্রতিক্রিয়া জানিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন “Farewell to a great player and an even better opponent- MS Dhoni. Your time in international cricket has been exceptional and inspiring to millions. We only wish you the best in your future endeavors.বিদায় মাহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইলো শুভ কামনা।”
অপর দিকে ঠিক একি দিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীও অলরাউন্ডার সুরেশ রায়না,তিনিও তাঁর ক্যাপ্টেনের মতো একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে খবরটি ঘোষণা করেন।তিনি তাঁর পোষ্টে বলেন “It was nothing but lovely playing with you, @mahi7781 . With my heart full of pride, I choose to join you in this journey. Thank you India. Jai Hind!”তাঁদের এই অবসর ক্রিকেট প্রেমীদের কাছে বেদনার হলেও তাঁদের একই জুটিতে দেখা যেতে পারে চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২০ এর মঞ্চে।
শিহাবুর রহমান তিমন।। ঢাকা