জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নেতৃত্বে জাতীয় শোক দিবস পালিত

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২০

0Shares

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা ধরণের কর্মসূচী পালন করা হয়েছে।

সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পষ্পমাল্য অর্পন করেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। পরে সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, কৃষকলীগ,যুব মহিলা লীগের নেতৃবৃন্দ সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়া জেলা শহরে শোক র‌্যালী বের করা হয়। বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের নেতা ফকির আব্দুল জব্বার, ডাঃ আব্দুস সোবহান, এ্যাডভোকেট গনেশ নারায়ন চেীধুরী, এ্যাডভোকেট শফিকুল আজম মামুন, এ্যাডভোকেট উজির আলী, মোঃ শফিকুল ইসলাম শফি, এ্যাড : মোঃ শফিকুল হোসেন প্রমূখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg