রাজবাড়ী জেলা পাংশা উপজেলার সদরে আজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লাইসেন্স ও হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর বিরুদ্ধে পুলিশের অভিযান পরিচালিত হয়েছে।
রাজবাড়ী পুলিশ সুপারের নির্দেশনা পাংশা শহরের টেম্পো স্যান্ডে আজ ১৫ আগস্ট ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে লাইসেন্স এবং হেলমেট বিহীন মোটর সাইকেল চালনা চেকপোস্ট অভিযান পরিচালিত হয়। ট্রাফিক সার্জেন্ট মনুজিৎ নন্দীর নেতৃত্বে পাংশা শহরে চেকপোস্ট বসানো হয়।
জানা যায়, আজ তৃতীয় দিনে চেকপোস্ট অভিযানে নাম্বার বিহীন ৩টি মোটরসাইকেল আটক এবং হেলমেট না থাকায় ১৫টি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়।
ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে হেলমেট বিহীন মোটর সাইকেল চালনা চেকপোস্ট অভিযানে পাংশা মডেল থানা পুলিশ সহযোগিতা করে।
স্থানীয়রা হেলমেট বিহীন মোটর সাইকেল চালানো চেকপোস্ট অভিযানকে স্বাগত জানিয়েছে এবং ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে হেলমেট বিহীন মোটর সাইকেল চালানো চেকপোস্ট অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা ব্যাক্ত করেছেন।
আলামীন হোসেন শাকির/ পাংশা