রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো: জিল্লুল হাকিম ,চেয়ারম্যান উপজেলা পরিষদ পাংশা মোঃ ফরিদ হাসান ওদুদ , মেয়র উপজেলা পরিষদ পাংশা আব্দুল আল-মাসুদ , ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পাংশা জালাল উদ্দিন , মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পাংশা মোছা: রোকিয়া বেগম , অফিসার ইনচার্জ পাংশা মডেল থানা মোহাম্মদ শাহাদাত হোসেন , খন্দকার সাইফুল ইসলাম সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ পাংশা উপজেলা, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পাংশা উপজেলা এ এফ এম সফিউদ্দিন পাতা । সভাপতিত্ব করেছেন মোঃ রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার পাংশা রাজবাড়ী।
পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বলেন, আজকের এই দিনে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং আগামী প্রজন্ম যাতে শেখ মুজিবুর সম্পর্কে জানে এবং শেখ মুজিবুর সম্পর্কে বুঝে সে সম্পর্কে আহবান জানাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন মানুষ, সে জন্ম না নিলে বাংলাদেশ নামক এই স্বাধীন দেশের জন্ম হতো না।
আলামীন হোসেন শাকির /পাংশা