রাজবাড়ীতে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

0Shares

নানা কর্মসূচীর মধ্য দিয়ে রাজবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

আজ শনিবার সকাল ৯ঘটিকায় রাজবাড়ী শহরের জেলা প্রশাসক কার্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম , পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম বার, সিভিল সার্জন, মেয়র রাজবাড়ী পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, মৎস্য অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, বিভিন্ন স্কুল কলেজ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া জেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষথেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg