রাজবাড়ী জেলার তিনটি গেজ স্টেশনের মধ্যে দৌলতদিয়া গেজ স্টেশনের পদ্মার পানি আবার বৃদ্ধি পেয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মোঃ রনি রাজবাড়ী টেলিগ্রাফ কে বলেন, রাজবাড়ী দৌলতদিয়া গেজ স্টেশনে(গোয়ালন্দ উপজেলা) গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং ৮.৬৫ মিটার বিপদসীমায় প্রবাহিত হয়েছে। মহেন্দ্রপুর গেজ ষ্টেশন(রাজবাড়ী সদর) পয়েন্টে ১ সেন্টিমিটার হ্রাস পেয়েছে এবং ৯.৭৫ মিটার বিপদসীমায় প্রবাহিত হচ্ছে। সেনগ্রাম গেজ স্টেশন( পাংশা উপজেলা) ৩ সেন্টিমিটার হ্রাস পেয়ে ১০.৯৭ মিটার বিপদসীমায় প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি পাওয়ার কারণে আবার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দেখা দিয়েছে খাদ্য সংকট। সরকারি এবং বেসরকারিভাবে ত্রাণ-সামগ্রী বিতরণ অব্যাহত থাকলেও তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।