নতুন সুবিধা সহ 6G বাজারে আসছে স্যামসাং এর

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

0Shares

যখন বিভিন্ন কোম্পানি বাণিজ্যিকভাবে 5G বাজারে আনার জন্য পরিকাঠামো তৈরিতে ব্যস্ত তখন স্যামসাং তাদের 6G প্রযুক্তির বিষয়ে পরিকল্পনার কথা ও গবেষণাপত্র প্রকাশ করেছে।

আশা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি হলে ২০২৮ সালে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে আসতে পারে। তবে তা ব্যাপক আকারে আসতে ২০৩০ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

ওই গবেষণাপত্রে স্যামসাং জানিয়েছে, যদি যোগাযোগ ব্যবস্থা ও তার পরিসেবা নিয়ে এমন প্রবণতা থাকে তাহলে এটা যুক্তিসংগত ভাবেই আশা করা যেতে পারে 5G তে যেসব প্রত্যাশা পূরণ হয়নি সেগুলি 6G প্রযুক্তিতে পাওয়া যাবে।

6G তে প্রযুক্তিগত বেশ কিছু বিবর্তনের কথা জানাচ্ছে এই গবেষণাপত্র। ওয়্যারলেস টেকনোলজি অ্যাপ্লিকেশন ব্যবহার করা হচ্ছে যার মাধ্যমে মানুষের সঙ্গে অন্য অনেক কিছুর যোগাযোগ করিয়ে দিবে। এই ওয়ারলেস কমিউনিকেশন এখন সামাজিক পরিকাঠামো ক্ষেত্রের পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনের সমন্বয় ঘটাচ্ছে। তাছাড়া আরও উন্নত প্রযুক্তি যেভাবে এক্সপোনেনশিয়ালি বাড়ছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন এবং রোবটিক্স, এর মাধ্যমে ওয়্যারলেস প্রযুক্তির অংশটা আরও বেশি করে পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে।

এক্ষেত্রে চারটি মেগাট্রেন্ডের তালিকা করা হয়েছে যা 6G দিকে ধাবিত করবে- সংযোগকারী মেশিন, ওয়ারলেস কমিউনিকেশন এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খোলাখুলি মোবাইলের যোগাযোগ এবং সামাজিক লক্ষ্য পূরণে এদের অবদান বৃদ্ধি। ওই গবেষণাপত্রে আলোচনা রয়েছে, মোবাইল ব্রডব্যান্ডের বৃদ্ধি, আল্ট্রা রিলায়েবল ও ল্যাটেন্সি কমিউনিকেশন এবং মেশিনের মত প্রচুর যোগাযোগ ব্যবস্থা করা।

এই নতুন প্রযুক্তি প্রয়োগে নতুন নতুন পরিসেবা পাওয়া যাবে। 6G কল্যানে যেসব নতুন পরিসেবা আসবে সেগুলি হল- ডিজিটাল রেপ্লিকা, হাই ফিডিলিটি মোবাইল হলোগ্রাম, ট্রুলি ইমার্সিভ এক্সটেন্ডেড রিয়েলিটি।

উল্লেখ্য, 2G থেকে 5G বিভিন্ন প্রজন্মের মোবাইল কমিউনিকেশন সিস্টেম আসতে ১০ বছর করে সময় লেগেছিল। প্রযুক্তির ভিশন এবং ডেভলপমেন্টের সময়সীমা কমছে যেখানে 3G-র ক্ষেত্রে ১৫ বছর লেগেছিল সেখানে 5G-র ক্ষেত্রে ৮ আট বছর সময় লাগছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg