শিক্ষানবিশ সংবাদকর্মী নিয়োগ দিবে রাজবাড়ী টেলিগ্রাফ

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৫২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
Neog Biggoppti

0Shares

রাজবাড়ী জেলার জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম Rajbari Circle এর তত্বাবধানে পরিচালিত নিউজ পোর্টাল “RajbariTelegraph.com” এর জন্য রাজবাড়ী জেলার সকল উপজেলা পর্যায়ে এবং পার্শ্ববর্তী জেলসমূহের জন্য শিক্ষানবিশ সংবাদকর্মী/প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।

যে সকল শর্ত মেনে আবেদন করতে হবে:

  • আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। পাশাপাশি বাংলা বানানের ব্যাপারে যত্নশীল হতে হবে।
  • আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি সহ ই-মেইলে আবেদন করবেন। ই-মেইলঃ rajbaritelegraph@gmail.com অথবা অফিসের ঠিকানায় পাঠাতে পারেন।
  • সাংবাদিকতা পেশায় কেন আসতে চান? এবং রাজবাড়ী টেলিগ্রাফ আপনাকে কেন নির্বাচন করবে সে সম্পর্কে সংক্ষেপে বাংলায় লিখে পাঠান। সিভির শেষ পাতায় যুক্ত করে দিবেন।
  • প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলা/ক্যাম্পাস শিক্ষানবিশ সংবাদকর্মী/প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% কমিশন আকারে প্রদান করা হবে।
  • নিয়োগের পর শর্ত সাপেক্ষে সাংবাদিক আইডি কার্ড প্রদান করা হবে।
  • আইডি কার্ডের জন্য এককালীন (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে। পরবর্তীতে কাজ করতে অপারগ হলে সাংবাদিক কার্ড ফেরত দিয়ে যে কোন সময় জামানতের টাকা উত্তোলন করতে পারবেন।
  • অবৈধ কোন কাজে সাংবাদিক কার্ড ব্যবহার করলে এর দায়ভার রাজবাড়ী টেলিগ্রাফ কর্তৃপক্ষ বহন করবেনা।
  • অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
  • নিউজের সাথে ছবি এবং ভিডিও (সম্ভব হলে) পাঠাতে হবে।
  • প্রতি মাসে সাংবাদিক প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রতিনিধিদের অবশ্যই উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
  • আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট, ২০২০।

বিস্তারিত যোগাযোগ:
বার্তা বিভাগ, রাজবাড়ী টেলিগ্রাফ,
স্টাইল অ্যামেজ বিল্ডিং (নিচ তালা), রূপালী ব্যাংক মোড়, স্টেশন রোড, রাজবাড়ী সদর, রাজবাড়ী।
মোবাইল নম্বর:
01771-783864
01303-380177
ই-মেইল:
rajbaritelegraph@gmail.com
অথবা ভিজিট করুন
RajbariTelegraph.com

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg